খুন নাকি আত্মহত্যা! তবে দীর্ঘদিনের পণের দাবীতে অপমানিত অত্যাচারিত নদীয়ার শান্তিপুর নৃসিংহপুরের গৃহবধূ

বিয়ের চার বছর অতিক্রান্ত করলেও পনের দাবি অব্যাহত, টাকাপয়সা না আনলেই স্ত্রীর ওপর চলত মানসিক এবং শারীরিক অত্যাচার, টাকা পয়সা আনতে অস্বীকার করায় স্ত্রীকে মেরে ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নৃসিংহ সাদ্দার পাড়া এলাকায়। সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার নৃসিংহপুর সর্দার পাড়ার বাসিন্দা অভিজিত সরদার। গত 4 বছর আগে নদীয়ার বগুলা মানিকতলা এলাকার বাসিন্দা শম্পা সর্দারের সঙ্গে বিয়ে হয়।শম্পা সর্দারের পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই অভিজিৎ রীতিমতো বাবার বাড়ি থেকে টাকা পয়সার জন্য চাপ দিত। টাকা পয়সা না আনলে চলত শারীরিক এবং মানসিক অত্যাচার।একাধিকবার স্বামীর ঘর ছেড়ে শম্পা বাবার বাড়িতে চলে আসে। একাধিকবার অভিজিৎ মীমাংসা করে তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু তার কিছুদিন পর আবার অত্যাচার করত বলে অভিযোগ। সূত্রের খবর গতকাল বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিলে টাকা আনতে অস্বীকার করলে বেধড়ক মারধর করা হয় শম্পাকে (২১)। এরপর হঠাৎ অভিজিৎ শম্পার বাবার বাড়িতে ফোনে খবর দেয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু তার পরিবারের অভিযোগ তাদের মেয়েকে মেরে ফেলে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপর শম্পার পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।