কেন্দ্রীয় কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে

মলয় দে , নদিয়া : আজ বিকাল 3:00 নদিয়ার জেলার বগুলা এক নম্বর হরিতলা হাই স্কুল মাঠে গর্জে উঠলো সমগ্র রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের কৃষকরা । তাদের দাবি কৃষকদের অভিজ্ঞতা, সমস্যার কথা না জেনেই ও তাদের সাথে সাথে আলোচনা না করেই ঠাণ্ডা ঘরে বসেই রূপায়ণ করেছেন করেছেন কৃষিবিল , তাই এই কৃষক মারা বিলের প্রতিবাদের সামিল হয়েছেন রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত কৃষক ।এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সমীর কুমার পোদ্দার , জেলা পরিষদের কর্মধক্ষ্য শশাঙ্ক শেখর বিশ্বাস, হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন বিশ্বাস, রানাঘাট 2 নম্বর ব্লকের যুব সভাপতি রাজেশ ভৌমিক, বগুলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রীতিলতা বিশ্বাস, রামনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলফিকার আলী ধাবক সহ দলীয় এবং গণসংগঠনের বিভিন্ন পদাধিকারীরা।