গতকাল কৃষ্ণনগর দক্ষিণের বিজেপি প্রার্থী হিসেবে মহাদেব সরকারের নাম প্রচারিত হতেই, আজ সকাল থেকে শুরু করে দিলেন ভোট প্রচার। মন্দিরের ষষ্ঠাঙ্গে প্রণাম করে, সাংবাদিকদের তিনি বলেন এখানে তৃণমূল প্রার্থীকে আমার সামনে আপনারা বসিয়ে দিন স্বতঃস্ফূর্ত মানুষের মুখ থেকে বেরিয়ে আসবে কাকে পছন্দ করেন তারা। তাই জয় শুধু সময়ের অপেক্ষা! অভিনব ভাবে কৃষকদের মধ্যে প্রচার নামাতে তিনি ট্রাক্টর চালান কিছুটা পথ। এরপর কখনোবা হেঁটে , কখনো বাড়ির অন্দরমহলে সাবলীল ভাবে ঘরের ছেলে হিসেবে সকলের কাছে তুলে ধরেন পরিবর্তনের বাংলার কথা।
জরাজীর্ণ ধুবুলিয়া টিবি হাসপাতাল প্রসঙ্গে তিনি জানান, আগামী দিনে মেডিকেল হাব হবে এই অঞ্চলে।