আজ কৃষ্ণনগরে বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়লেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখার্জী। প্রসঙ্গত কৌশানী মুখার্জীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পর গতকাল তিনি প্রথম কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের পা রেখেছেন। আর আজ থেকেই তিনি প্রচারে নেমে পড়লেন।তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখার্জী বলেন,গতকাল আমি বলেছিলাম গাড়িতে করে নয় পায়ে হেঁটে মানুষের দরজায় দরজায় পৌঁছাব। আর আজ থেকেই সেই কাজ শুরু করে দিলাম। তিনি বলেন এই লড়াই বাংলার মানুষের লড়াই,এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে আমি তাদের শ্রদ্ধা করি এবং তারা যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। এর পাশাপাশি তিনি বলেন মাথার উপর দিদি আছে তখন আমাদের আর চিন্তা কিসের।