কল্যাণী রেলওয়ে প্ল্যাটফর্মে আরপিএফ জিআরপি এবং হকার্স ইউনিয়নের যৌথ সচেতনতার উদ্যোগ

করোনার গ্রাসে প্রাণ সংকট। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে প্রথম প্রয়োজন কোভিড বিধি কে মান্যতা দেওয়া এবং মুখে মাক্স পরা হাতে সেনিটাইজ করা ও শারীরিক দূরত্ব বজায়। রাখা। এই বিষয়গুলোকে মূলমন্ত্র করে পথে নামলো আরপিএফ জিআরপি পুলিশ ও হকার ইউনিয়ন। আজ কল্যাণী স্টেশনে তারা সাধারন রেল যাত্রী থেকে শুরু করে প্রতিটা মানুষকে সচেতন করে। ও মাক্স বিলি করা হয়।