কল্যাণীর করোনা হাসপাতালে বেশ কিছুদিন ধরে রাখা মৃতদেহর পচা গন্ধে অস্বাস্থ্যকর পরিবেশে কাজ না করার বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের

নদিয়া কল্যানী এনএসএস করোনা হাসপাতলে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের অভিযোগ মৃত কুড়ি থেকে 22 টি দেহ বেশ কয়েক দিনের পুরনো হয়েছে! ফলে পচন থেকে দুর্গন্ধ বের হচ্ছে সেখানে, তাই স্বাস্থ্যকর্মীরা কাজ করতে পারছেন না। বারবার কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় আজ বিক্ষোভ করেন স্বাস্থ্য কর্মীরা।