মলয় দে নদীয়াঃ- নদীয়া জেলার চাকদহের নাগরিক সুরক্ষা সমিতির পক্ষ থেকে মানুষকে করোনা সংক্রমনের হাত থেকে সুরক্ষিত রাখতে,চাকদহ ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, চাকদহ মনিন্দ্র হাট ও বাজার, চাকদহ থানা, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক এবং ব্যাংকের এটিএম সহ চাকদহ ব্লকের পালপাড়া, শিমুরালির বাজার গুলি সহ একাধিক জায়গায় জীবানুনাশক ছড়িয়ে জীবানুনাশ করার কাজ চালিয়ে যাচ্ছে এই নাগরিক সুরক্ষা সমিতি।