করোনা পরিস্থিতিতে কালোবাজারি রুখতে জেলা প্রশাসন সক্রিয় হচ্ছে

বেশ কিছুদিন ধরে নদীয়ার কল্যাণীর এন এস এস কোভিড হাসপাতালের বিরুদ্ধে উঠে আসচ্ছিল একের পর এক অভিযোগ। সেই অভিযোগে তোলপাড় হয়ে ওঠে রাজ্য। এদিন এই বিষয়ে কল্যাণী মহকুমা শাসক হীরক মন্ডল বলেন, আমাদের কাছে লিখিত কোন অভিযোগ নেই। লিখিত অভিযোগ পেলেই আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। পাশাপাশি তিনি এও বলেন, আমরা নজরদারি চালাচ্ছি। সেরকম গুরুতর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি এও বলেন কার্নিভাল ১০০টি বেড নিয়ে তৈরি হচ্ছে কোভিড হাসপাতাল। এছাড়াও করোনা সচেতনতার পাশাপাশি বিভিন্ন জায়গায় কালোবাজারির রুখতে উদ্যোগী হচ্ছেন কল্যাণী মহাকুমা শাসক।