করোনা আক্রান্ত পরিবারের মধ্যাহ্নভোজের ব্যবস্থা শান্তিপুর শাখার রেড ভলেন্টিয়ার দের

নদীয়ার শান্তিপুর শহরের প্রাণকেন্দ্র লাইব্রেরী মাঠের পাশে সিপিআইএম পার্টি অফিসের সামনে , কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে সকাল থেকেই চলছে রান্নার আয়োজন! মেনু? ভাত আলু উচ্ছে ভাজা ডাল এবং মুরগির মাংস। না ..না… কোন সভা-সমিতি নয়, ভোটের প্রচারে কর্মীকে খাওয়ানোর ব্যবস্থাও নয়। বরং ভোটের আগে বিরোধীদের কোথায় যাদের দূরবীন দিয়েও পাওয়া যায়নি, পশ্চিমবঙ্গে সম্প্রতি বিধানসভা নির্বাচনে আসন শূন্য সেই সিপিআইএম দলের ছাত্র-যুবদের দেখা যাচ্ছে মানুষের পাশে। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যে এবং জেলার প্রায় সব এলাকায় গঠিত হয়েছে রেড ভলেন্টিয়ার! কোথাও স্যানিটাইজার, অক্সিজেন পৌঁছে দেওয়া, কোথাও বা রোগীকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা। তবে শান্তিপুরে সঞ্জীব ঘোষ, বাবলু শেখ, বিশ্বজিত সাহা , অয় দ্বীপ দেবনাথ অয়ন দত্ত, রমিত, সৌরভ মৈনাক রিপন, সায়নী কেয়াদের মতো, প্রায় 70 জন ছাত্র-যুব সদস্যরা মিলে গঠন করেছেন রেড ভলেন্টিয়ার শান্তিপুর শাখা। করণা আক্রান্ত পরিবারের বাড়িতে স্যানিটাইজার এর কাজ চলছে প্রতিদিন নিয়ম করে, আজ নতুন সংযোজন, করণা আক্রান্ত পরিবারের মধ্যাহ্নভোজের হোম ডেলিভারি।
সোশ্যাল মিডিয়া, ফোন কলে প্রাপ্ত সংখ্যা নাম ঠিকানা অনুযায়ী রান্না খাবার ফয়েলল প্যাকেটে পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। মেনু পরিবর্তিত হবে প্রতিদিন আলাদা আলাদা। শুধু লকডাউন নয়, করোনা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক হয় ততদিন তারা এ পরিষেবায় যুক্ত থাকবে বলে জানান উদ্যোগীরা।