ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই পেতে চলেছে এ বাংলা! মৌসুমী বায়ুর আগমনের ফলে
সমগ্র কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলার বেশিরভাগ অংশে আজ বর্ষা প্রবেশ করলো। এ ধরনের তথ্য আগেভাগে যেমন আমরা আবহাওয়া দপ্তর থেকে জানতে পারি, তেমনি জানতে পারি, খালে বিলে ডোবাতে বাস করা ব্যাংঙের কোলাহলে! এই সময় তাদের প্রজনন কাল। ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় বুঝতে পারে জলে থাকা মাছ। শ্যামা পোকার আগমন ঘটে শীতকালের প্রাক্কালে। কালো পিঁপড়ের ডিম, খাদ্য মুখে করে নিয়ে যাওয়া দেখে অনুমান করা যায় বর্ষা আসন্ন। তবে এসবের, থেকে ব্যাংঙের কোলাহলে মানুষ স্পষ্ট জানতে পারে, বর্ষার আগমন।