উত্তাল নদীয়া চলল জাতীয় সড়ক অবরোধ আজ বিকেল থেকে

নদীয়া :-
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ওপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরের পর থেকে দফায় দফায় বিজেপি কর্মী সর্মথকরা বিক্ষোভ দেখাতে থাকেন বিভিন্ন জাতীয় সড়ক সহ গুরুত্বপূর্ণ এলাকাতে। এইরকমই কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় নদিয়া জেলা বিজেপির পক্ষ থেকে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদীয়া জেলা উত্তর যুব মোর্চার সভাপতি সৈকত সরকার সহ নদীয়া জেলা বিজেপি উত্তরের সভাপতি আশুতোষ পাল ও অন্যান্য জেলার নেতৃত্ববৃন্দ। প্রসঙ্গত, এইদিন ডায়মন্ড হারবারে বিজেপির দলীয় কর্মী সভায় যোগদান করতে যাওয়ার সময় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির উপর অতর্কিতভাবে হামলা চালায় কয়েক জন দুষ্কৃতী। পাশাপাশি তাকে নিগ্রহ করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। মূলত সেই কারণেই নদিয়া জেলা বিজেপির পক্ষ থেকে এই দিনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন নদিয়া জেলা বিজেপির সভাপতি আশুতোষ পাল। তৃণমূলের শাসনকালে সারা পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের আঁতুর ঘরে পরিণত হয়েছে বলেও এইদিনের বিক্ষোভ মঞ্চ থেকে দাবি করেন আশুতোষ পাল। পাশাপাশি জেপি নাড্ডার ওপর হামলার ঘটনায় ডায়মন্ডহারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার সাংসদ পদ থেকে ইস্তফা দেয়ারও দাবি করেন তিনি। অন্যদিকে জেলার কল্যাণী রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাকদা সর্বত্র এই বিক্ষোভ চোখে পড়ে । নদীয়ার প্রধান গুরুত্বপূর্ণ 34 নম্বর জাতীয় সড়ক বীভৎস যানজট লক্ষ্য করা যায়।