নদীয়া শান্তিপুর শহরের অন্তর্গত 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এবং বেলঘড়িয়া দুই নম্বর অঞ্চলের গবারচরের সংযোগস্থলে গভীর রাতে ভাগীরথী নদীতে ভাঙ্গন শুরু হয়, এলাকাবাসী রাতের ঘুম ভেঙে যায় ভাঙ্গনের শব্দে। তিনটি বিশাল আকার পিটুলি গাছ সম্পূর্ণ জলের তলায়। ওই রাত্রেই এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শান্তিপুরের স্টিমার ঘাট এর জল প্রকল্পে তালা মারতে উদ্যত হলে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাদের আশ্বস্ত করে ।শান্তিপুর থানার পুলিশ ভাঙ্গন এলাকা ওই রাত্রিবেলায় পরিদর্শন করেন এবং বলে যান আগামীকাল থানায় এসে বড় বাবুর সঙ্গে একটু ভাঙ্গনের বিষয়ে আলোচনা করতে। গভীর শীতের মধ্যেও এলাকাবাসীর রাতের ঘুম বন্ধ করে গঙ্গার পাড়ে রাত জেগে পাহারা দিয়েছে সারারাত। এর আগেও জল প্রকল্প, উদ্বোধন না হওয়া শিশুদের একটি পার্ক, এবং প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসীর দাবি গঙ্গার মাঝে চর পড়ার কারনেই, পাড়ের দিকে বয়ে যাচ্ছে জলস্রোত ভাঙছে গঙ্গা। পর্যন্ত কোন জনপ্রতিনিধি বা সরকারি প্রতিনিধি এসে পৌঁছায়নি, এলাকাবাসী জানান সারা শান্তিপুরের জল সরবরাহর জলপ্রকল্প বন্ধ করে দিলে টনক নড়বে স্থানীয় প্রশাসনের। দীর্ঘদিন থেকে বলেও কোন কাজ হয়নি, তাই এইরকমই কড়া পদক্ষেপ নিতে তারা বাধ্য হতে চলেছেন