ভোট-পরবর্তী পরিস্থিতিতে চাকদহে আতঙ্কে গা ঢাকা দেওয়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরালো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই। ভোটের আগের দিন রাতে, চকদহের নয় নম্বর ওয়ার্ডের বুথ এজেন্ট অর্জুন দাস ভয় পেয়ে গা ঢাকা দেয়। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি আজ 10 দিন পর ওই অঞ্চলের তৃণমূল কর্মীদের সহায়তায় বাড়ি ফিরে আসে। তার মা বলেন, “আমরা যথেষ্ট ভয় পেয়েছিলাম! পরে তৃণমূল কর্মীদের কাছে সাহায্য চাওয়ায়, তারা যথেষ্টভাবে পাশে থেকে সহযোগিতা করে। এরপর ছেলে বাড়ি ফিরতে পেরেছে ওদেরই সাহায্যে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম মজুমদার বলেন, আমাদের “তৃণমূল কর্মী-সমর্থকরা কেউই কোন হিংসা চান না, আমরা প্রত্যেকে শান্তিতে বিশ্বাসী। তাই আজ এখানকার তৃণমূল নেতা যীশু সিংহর সহায়তায় সব বিজেপি কর্মী যারা আতঙ্কে ঘরছাড়া হয়েছিল তাদের প্রত্যেককে ঘরের ফেরানো হয়েছে।