আজ অন্নপূর্ণা পূজোর মহা অষ্টমী। মহাধুমধামের সঙ্গে রানাঘাটে পালিত হচ্ছে অন্নপূর্ণা পুজো। রানাঘাট ছোট বাজার ব্যবসায়ী সমিতি ও নাগরিক বৃন্দের পরিচালনায় রানাঘাট
ছোট বাজারে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পূজিত হচ্ছেন মা অন্নপূর্ণা। শতাব্দীপ্রাচীন অন্নপূর্ণা পুজো উপলক্ষে সকাল থেকেই মায়ের মন্দিরে ভিড়। আগামী তিন দিন ধরে চলবে অন্নপূর্ণা আরাধনা।