কোভিড মোকাবিলায় কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার আগামীকাল থেকে 15 দিন একটানা কার্যত লকডাউনের ঘোষণা করেন রাজ্য সরকার। বন্ধ থাকছে মদের দোকানও। সূরা প্রেমী বিপিন বাবুদের মাথায় হাত! এই খবর সম্প্রচারিত হওয়ার পর থেকেই নদীয়ার বিভিন্ন প্রান্তের পাশাপাশি শান্তিপুরের বেশ কয়েকটি মদের দোকানে হুড়োহুড়ি করে সাধ্যমত অর্থ দিয়ে সূরা সঞ্চয়ের অদম্য উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেলো। করোনা সংক্রমণ এড়াতে রাজ্য সরকার যেখানে কার্যত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সেখানে করো না বিধি কে উপেক্ষা করেও সূরা প্রেমীরা মদের দোকানে আজ বিকালে দোকান খোলার আগেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন মদ কেনার জন্য। প্রকাশ্যে না আসলেও ক্যামেরার পেছনে তাদের বক্তব্য আগামীকাল থেকে 15 দিন বন্ধ থাকবে সমস্ত মদের দোকান সেই কারণেই লাইনে দাঁড়িয়ে তারা মদ কিনতে এসেছেন তারা এও বলছেন নেশার জিনিস তো কিছু করার নেই এখন লাইনে দাঁড়িয়ে মদ কিনে রাখতে হবেই।
অন্যদিকে দোকানদাররা জানান, আজ সন্ধ্যে সাতটা পর্যন্ত স্টক থাকা পুরোটাই শেষ হয়ে যাবে। এরপর আবার সরকারি নির্দেশ পেলে তখনই নতুন অর্ডার দেবো।