আংশিক লকডাউনে প্রতিদিন ই প্রায় প্রত্যেকটি দোকান ই সময় মতো খোলা বা বন্ধ কোনোটাই ঠিকমতো করছিলেন না। কিছুদিন দেখার পরই পুলিশ বিশাল বাহিনী নিয়ে আজকে নেমে পড়ে রাস্তায়। ঠিক 10 টা বাজতেই প্রত্যেক টি দোকানে গিয়ে দোকান বন্ধ করে দেন।শুধু তাই নয় প্রতিদিন নিয়ম করেই কোভিড সতর্কতা নিয়ে প্রচার ও করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।