আংশিক লকডাউনের সরকারি ঘোষণায়, যাত্রী সংখ্যা একেবারেই কম দুশ্চিন্তায় পরিবহন মালিকরা

আংশিক লকডাউনে বিপর্যস্ত গণপরিবহন। আংশিক লকডাউনের সঙ্গে সঙ্গে রাজ্য সরকার ঘোষণা করেছে গণপরিবহনে যানবাহন চলবে 50শতাংশ।কিন্তু করোনা কারণে লোকাল বাসে যাত্রী সংখ্যা নিতান্তই কম।বাস মালিক ও কর্মচারীদের বক্তব্য রুটে বাস চালিয়ে জ্বালানী খরচও উঠছে না। যার ফলে রানাঘাট থেকে যেসমস্ত রুটে লোকাল বাস চলে তার সংখ্যাও কমছে দিনকেদিন। বাস কম চলায় অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন বাস মালিক ও কর্মচারীরা। মোটর শ্রমিকদের এই বিপদের দিনেও এখনও পর্যন্ত আসেনি কোন সরকারি সাহায্য।