সাংসদ-বিধায়কদের সুপারিশে স্কুলে বাড়তি ১০০ আসন বৃদ্ধির অনুমতি দেবে কাউন্সিল সাংসদ-বিধায়কদের চিঠিসহ আবেদন এলে, তবেই বাড়ানো যাবে স্কুলের একাদশ শ্রেণির ১০০ আসন।

সাংসদ-বিধায়কদের সুপারিশে স্কুলে বাড়তি ১০০ আসন বৃদ্ধির অনুমতি দেবে কাউন্সিল সাংসদ-বিধায়কদের চিঠিসহ আবেদন এলে, তবেই বাড়ানো যাবে স্কুলের একাদশ শ্রেণির ১০০ আসন। রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সরকার পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম। সেগুলিতে সরাসরি ৩০০ জন পর্যন্ত ছাত্র ভর্তি করা যাবে। তবে, যদি সাংসদ এবং বিধায়কদের সুপারিশ থাকে, তাহলে সেগুলিতে ৪০০টি পর্যন্ত ছাত্র ভর্তির অনুমতি দেওয়া যেতে পারে। জনপ্রতিনিধিদের পাশাপাশি ডিআইয়ের তরফে সুপারিশ এলেও চলবে।
বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে এই নিয়ম একটু আলাদা। সেগুলিতে সরাসরি ৪০০ জন পর্যন্ত পড়ুয়া ভর্তি করা যাবে। তবে, ৪০০-র বেশি পড়ুয়া ভর্তি করতে গেলে দু’ধরনের স্কুলেই সংসদের তরফে পরিদর্শন করে অনুমতি দেওয়া হবে।
প্রসঙ্গত, এই বিজ্ঞপ্তি ৭ মে একবার দিয়েছিল সংসদ। তাতে জনপ্রতিনিধিদের সুপারিশের বিষয়টি উল্লিখিত ছিল না। নতুন বিজ্ঞপ্তিতে তা যোগ করা হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন স্কুলে নির্ধারিত সংখ্যার চেয়ে বাড়তি পড়ুয়া ভর্তির অনুমতি দিতে জনপ্রতিনিধিদের অনুরোধের চিঠি সংসদে আসা বহু বছরের দস্তুর। বিশেষ করে মুর্শিদাবাদ থেকে এই আবেদন বেশি আসে। কারণ, সেখানে এমন বহু স্কুলই রয়েছে, যেখান থেকে মাধ্যমিক পাশই করে প্রায় এক হাজার পড়ুয়া! ফলে, নিজের স্কুলের পড়ুয়াদের একাদশে ভর্তি করতে গিয়ে হিমশিম খায় তারা। তাই এবার একেবারে বিজ্ঞপ্তি দিয়েই জনপ্রতিনিধিদের সুপারিশকে বৈধতা দেওয়া হল।