শহরের নিরাপত্তা আরো সুদৃঢ় করতে কলকাতার পুলিশ কমিশনারের পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক

কলকাতা নিউস ডেস্ক , ১৯ ডিসেম্বর : কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা শুক্রবার থানার ওসি, সহকারী ওসি-সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তিনি নির্দেশ দেন রাতের শহরের নিরাপত্তা আরও আঁটসাঁট করতে হবে , তার সাথে প্রতি থানায় মহিলাদের জন্য আলাদা করে ‘হেল্প ডেস্ক’ রাখার পরামর্শও দিয়েছেন তিনি।

গত কয়েক দিনে বেপরোয়া গতির বলি হয়েছেন বেশ কয়েক জন। সে দিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন সিপি। নিজের থানা এলাকা না দেখে, অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি ফের মনে করিয়ে দেন।শহরে শীতের আমেজ। পার্টির মরসুম। এই সময় বাইক, গাড়ি নিয়ে ‘জয় রাইডিং’-এ বেরিয়ে পড়েন অনেকে। দুর্ঘটনাও ঘটে। এ বিষয়ে ট্রাফিক পুলিশ এবং থানাগুলোকে আরও সতর্ক থাকতে বলেছেন কলকাতার পুলিশ কমিশনার।