মহিলা সংক্রান্ত ব্যাপারে দিনে দুপুরে কুপিয়ে খুন যুবককে ।
নদীয়ার ভীমপুর থানার বাগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ময়দান পুর গ্রামে কোবার বৈকালে দায়ের কোপে রক্তাক্ত অবস্থায় মৃত্যু হল এক যুবকের । পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম রনজিত সর্দার বয়স ২৭ বছর । পুলিশ সূত্রে জানা গেছে নারী ঘটিত ব্যাপারেই কোন হতে হয়েছে রনজিত সর্দারকে । স্থানীয় সূত্রে জানা গেছে অমরেশ বিশ্বাসের স্ত্রী সাধনা বিশ্বাসের সাথে অবৈধ সম্পর্ক ছিল রনজিত সর্দারের । সাধনা বিশ্বাসের স্বামী অমরেশ বিশ্বাস তিনি আজ বাড়িতে এসে তার স্ত্রীকে অবৈধভাবে দেখতে পান রনজিত সর্দারের সাথে । এরপর অমরেশ বাবু রাগ সহ্য করতে না পারে দা দিয়ে কুপিয়ে খুন করেন রঞ্জিত সর্দার কে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভীমপুর থানার পুলিশ । দিনে দুপুরে যুবক খুন হওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে । তদন্তে নেমেছে ভীমপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ।





