বিজেপি মিছিলে গরহাজির বৈশাখী শোভন

কলকাতা নিউস ডেস্ক : – খানিকটা প্রত্যাশিত ভাবে দেখা গেলো না বৈশাখী ও শোভনকে আজ বিজেপির মিছিলে। সূত্রের খবর, জট না কাটায় বড় অস্বস্তিতে রাজ্য বিজেপি। শেষমেশ কৈলাশ–অর্জুনরাই রোড শো–য়ে নেতৃত্ব দিলেন। শাহের ‘‌পেপ টক’ এবং নয়া কমিটি তৈরির পর শোভন–বৈশাখী জুটিকে চকচকে মোড়কে ‘‌ল‌ঞ্চ’ করতে চাইছিল বিজেপি। সেই মতো প্রস্তুতিও যথেষ্ট ছিল। কিন্তু মান–অভিমানের খেলায় ভেস্তে গেল সেই পরিকল্পনা। ‌

গত ২৭ ডিসেম্বর ওই কমিটির ঘোষণা করেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কমিটির পর্যবেক্ষক পদে রাখা হয়েছে শোভন চ্যাটার্জিকে। সহ–আহ্বায়ক পদে রয়েছেন বৈশাখী। আর রয়েছেন শঙ্কুদেব পাণ্ডা। সূত্রের খবর সেখানেই তাঁদের আপত্তি ছিল বলা জানা যায়।প্রসঙ্গত এই রোড শো র অনুমতি দেয়নি লালবাজার।বাইক ও গাড়ি নিয়ে রোড শো করলে ব্যাপক যানজট হতে পারে ফলে অনুমতি দেওয়া হচ্ছে না, জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে।

পুলিশের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ দিলীপ ঘোষ বলেন, ‘‌কর্মসূচি যখন ঠিক হয়েছে, তা হবেই। পুলিশের অনুমতি চাইতে গেলে পুলিশ দেবে না। তাহলে অনুমতি নেওয়ার দরকার কী আছে? তৃণমূলের লোকেরা অনুমতি নেয় নাকি? যারা নিয়ম মানে তারা অনুমতি চায়। বিজেপি নেতারা যদি মনে করেন মিছিল করবেন, তাহলে করবেন। করা উচিতও, গণতন্ত্র কারও একার নয়।‌’‌ সায়ন্তন বসু বলেন, ‘‌‘বিজেপি মিছিল করলে কখনওই অনুমতি দেয় না পুলিশ। কিন্তু মমতা ব্যানার্জি মিছিল করলে তাতে পুলিশের কোনও আপত্তি থাকে না। প্রয়োজনে কালকের মিছিল বিনা অনুমতিতেই হবে।’‌ ‌‌‌