ডুমুরজলা বিজেপি সভা থেকে কটাক্ষ রাজ্য সরকার কে

নিউস ডেস্ক, কলকাতা :- রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপি-র যোগদান মেলায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে গেলেন। অন্য দিকে, ভার্চুয়াল বক্তব্যে অমিত শাহ তাঁর পুরনো হুমকিই নতুন করে শোনালেন। বললেন, ‘‘বাংলা থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে।’’

বক্তৃতার শুরুতেই তৃণমূল ছেড়ে নেতাদের বিজেপি-তে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যে দলে ‘জয় শ্রীরাম’ ধ্বনির অপমান হয় সেখানে কোনও দেশপ্রেমী থাকতে পারেন না।’’ এর পরে গোটা বক্তৃতা জুড়েই কখনও বাংলায়, কখনও হিন্দিতে রাজ্য সরকার তথা মমতার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান স্মৃতি। করোনাকালে রেশন চুরি থেকে বিজেপি নেতাদের কাজ করতে না দেওয়া-সহ রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন তিনি।