টেন্ডার নিয়ে শাসক দলের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। অভিযোগ তুলে সোচ্চার দলেরই বেশ কয়েকজন সদস্য।

সুমিত ঘোষ মালদা: টেন্ডার নিয়ে শাসক দলের প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। অভিযোগ তুলে সোচ্চার দলেরই বেশ কয়েকজন সদস্য। অভিযোগ জমা পরলো মালদহ জেলা শাসক দপ্তরে। এদিকে টেন্ডার নিয়ে প্রধান এবং দলেরই সদস্যদের মধ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের জেরে লোকসভা নির্বাচনের পর থেকে এলাকায় থমকে পড়েছে উন্নয়নের কাজ অভিযোগ এলাকাবাসীদের। মালদহের হবিবপুর ব্লকের বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পুজা হাঁসদার বিরুদ্ধেই একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষনের অভিযোগ তুলেছেন স্থানীয় তৃণমূল নেতা ও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এদিন মালদা জেলাশাসকের কাছে দলীয় প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল নেতা রাজীব মন্ডল। বর্তমানে তিনি বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রয়েছেন। স্থানীয় ওই তৃণমূল নেতা রাজীব মন্ডলের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণ করছেন। নিজের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছেন । বারবার নানা অজুহাত দেখিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের টেন্ডার বাতিল করা হচ্ছে । বর্তমানে ওই গ্রাম পঞ্চায়েতে কোনরকম উন্নয়নমূলক কাজ হচ্ছে না। এসব বিষয়ের এদিন জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়েছে।
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ বুলবুল চন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের প্রধান পূজা হাঁসদা এব্যাপারে কোনরকম মন্তব্য করেন নি।
তবে এই বিষয়ে বুলবুল চন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব দাগা জানান, দলেরই প্রধানের বিরুদ্ধে টেন্ডারের দুর্নীতির অভিযোগ তিনিও পেয়েছেন। আমরা চাই স্বচ্ছ ভাবে টেন্ডার হোক এবং এলাকার উন্নয়ন হোক কারণ এই টেন্ডার দুর্নীতির অভিযোগ ঘিরে এলাকায় বিগত কয়েক মাস ধরে উন্নয়নমূলক কাজ একেবারে থমকে পড়েছে।
অন্যদিকে টেন্ডার নিয়ে এই ধরনের জটিলতার সৃষ্টি হওয়ায় এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে না যার ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। তাদের দাবি এলাকায় উন্নয়ন হোক।

বাইট:- ১) অভিযোগকারী অঞ্চল সদস্য তথা সঞ্চালক, রাজীব মন্ডল
২) অঞ্চল সভাপতি রাজীব দাগা।
৩) গ্রামবাসী মানিক মন্ডল।
৪) বিজেপি জেলা সাধারণ সম্পাদক, অম্লান ভাদুরি