নিউস ডেস্ক, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের জন্য ‘নেতাজি ব্যাটালিয়ন’ নামে নতুন বাহিনী গঠনের কথা ঘোষণা করলেন। লালবাজার সূত্রের খবর, বর্তমানে কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীতে আটটি ব্যাটালিয়ন রয়েছে। এ ছাড়া রয়েছে স্পেশালাইজ়ড ফোর্স। যার অন্তর্গত র্যাফ, কমব্যাট বাহিনীর মতো বিশেষ দক্ষতাসম্পন্ন বাহিনী। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে সেই বাহিনীতে নতুন সংযোজন হবে ‘নেতাজি ব্যাটালিয়ন’। পুলিশের একাংশের মতে, রাজ্য পুলিশে যে কয়েক হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলছে, তা থেকেও ওই বাহিনীতে পাঠানো হতে পারে। তার আগে বর্তমান কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কর্মী-অফিসার নিয়ে তৈরি হতে পারে এই নেতাজি ব্যাটালিয়ন। বিধানসভা নির্বাচনের আগে কলকাতা পুলিশের নতুন ব্যাটালিয়ন উপহার দিলেন মুখ্যমন্ত্রী।