আগামী সোমবার লক্ষ্মীপূজো

মালদা: আগামী সোমবার লক্ষ্মীপূজো। হাতে একটি দিন বাকি। তার আগে গত দুদিন ধরে মালদায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে লক্ষ্মী প্রতিমা বিক্রেতাদের কপালে। বিক্রেতারা জানান কেউ ১০০০ পিস আবার কেউ ৫০০ পিস লক্ষী প্রতিমা বিক্রির জন্য নিয়ে এসেছেন। কিন্তু গতকালের পর আজ সকাল থেকেও শুরু হয়েছে বৃষ্টি। ফলে তাদের বেচাকেনা একেবারে লাঠে উঠেছে। সেই সঙ্গে অনেক প্রতিমা বৃষ্টিতে ভিজে গিয়ে নষ্টের আশঙ্কা করা হচ্ছে।
বাইট-
১) শ্যামল রায় বিক্রেতা।
২) অতুল কুমার সাহা বিক্রেতা।