সাতসকালে বাড়িতে ভাত খাওয়ার সময়, গলায় খাবার আটকে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা নদীয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকার। পরিবারের দাবি প্রতিদিনের মতো আজ সকালে বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন বছর ৫৭র অনিল দাস নামে ঐ ব্যক্তি। এরপর পরিবারের লোকজন লক্ষ্য করেন ভাতের থালার ওপরেই মুখ থুবড়ে পড়ে রয়েছেন তিনি। কোনরকম কথা বলতে পারছিলেন না এর পরেই এলাকার মানুষ এবং আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয়। এরপরেই মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। যদিও ব্যক্তির মৃত্যুর ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া।



