শান্তিপুর শহরের শব্দ এবং বায়ু দূষণের পরিমাপের জন্য পুরসভার পক্ষ থেকে বসানো হলো ডিজিটাল ডিসপ্লে বোর্ড

শান্তিপুর শহরের শব্দ এবং বায়ু দূষণের পরিমাপের জন্য পুরসভার পক্ষ থেকে বসানো হলো ডিজিটাল ডিসপ্লে বোর্ড

মলয় দে নদীয়া:-
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে নদীয়ার শান্তিপুরে বসানো হলো শহরের দূষণের তথ্যভিত্তিক একটি ডিসপ্লে বোর্ড এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমেই শান্তিপুর শহরের শব্দ দূষণ এবং বায়ু দূষণের পরিমাপ করা যাবে যদিও দেশজুড়ে দূষণের পরিমাপ বেড়েই চলেছে তবে এই দূষণকে প্রতিরোধ করতে দূষণ নিয়ন্ত্রণ করতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। সেরকমই রাজ্যের একাধিক শহরে এরকম ডিসপ্লে বোর্ড লাগাচ্ছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাই নদীয়ার শান্তিপুরেও এরকম ডিসপ্লে বোর্ড বসানো হয়েছে এ বিষয়ে শান্তিপুর পৌরসভার সিআইসি মেম্বার শুভজিৎ দে জানান দূষণ নিয়ন্ত্রণ পরিষদ এরকম বোর্ড লাগিয়েছে তারা পৌরসভার কাছে জায়গা চেয়েছিল সে মোতাবেক পৌরসভা জায়গা দিয়েছে এই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে এর পরবর্তীতে শান্তিপুরের দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এবং সাধারণ মানুষকে আরো সচেতন করতে সুবিধা হবে।