শরতের আকাশে এখন শুধুই পেঁজা তুলোর মতো মেঘ এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে।

শরতের আকাশে এখন শুধুই পেঁজা তুলোর মতো মেঘ এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে। আকাশে বাতাসে এখন শুধুই পুজো পুজো গন্ধ দূরে কাশফুল গুলো যেন হাওয়ায় মাথা নামিয়ে যেন স্বয়ং মা দুর্গাকে প্রণাম জানাচ্ছে। আর কয়েকদিন পরেই শ্রীশ্রী শারদীয়ার দুর্গোৎসব। এরই ফাঁকে আজ আমরা ঘুরতে ঘুরতে গিয়েছিলাম নদীয়ার তাহেরপুরের বিদ্যুৎবাহিনী সংঘের দুর্গা পূজার প্রস্তুতিতে। এবছর তাদের পুজো উনিশ তম বর্ষ এ বছর তাদের বিশেষ আকর্ষণ স্বামীনারায়ণ মন্দির তাহেরপুর এ ব্লক ২৪। আগামী মহাপঞ্চমীতে শুভ উদ্বোধন। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে তাহেরপুর থানার ওসি তাহেরপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য সভ্য বৃন্দ। তাদের পুজোর বাজেট হল ২৬ লক্ষ টাকা। প্যান্ডেলে ১৬ লক্ষ টাকা ঠাকুরের এক লক্ষ কুড়ি হাজার টাকা। তাদের ঠাকুর তৈরি করেছে কৃষ্ণনগরের মৃৎশিল্পী শ্রী অমিত পাল আলোকসজ্জায় এবার নতুন কিছু ভাবনা আনছে তারা। তাদের আলোকসজ্জা আসছে নদীয়ার ধুবুলিয়া থেকে। এবং মন্ডপ তৈরি করছে নদীর তাহেরপুর এরই ছেলে শ্রী বাপী কুণ্ডু। আমাদের ক্যামেরার সামনে ঠিক কি জানিয়েছে তা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার তাহেরপুর থেকে সুমন আচার্য