ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন মাস্টার ডিগ্রি প্রথম বর্ষের এক ছাত্রী
মলয় দে নদীয়া :-
বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাপ দিয়ে আত্মঘাতী হলেন এক ছাত্রী। ঘটনা নদীয়া জেলার হরিণঘাটা মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা। মৃত ছাত্রী আনুমানিক বছর ২৪ এর সায়নী সেন। পূর্ব বর্ধমানের দুর্গাপুরের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রীর প্রথম বর্ষের ছাত্রী।
সূত্রের খবর অনুযায়ী একাংশের ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা যায় সোমবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ওই ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। ফলে আত্মসম্মানবোধে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ৫ তলা বিল্ডিং এর ওপর থেকে আনুমানিক সন্ধ্যা সাতটার পর ঝাপ দেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরুয়ারা ছুটে আসে এবং আশঙ্কা জনক অবস্থায় ও ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরুয়ারা। তবে সে ক্ষেত্রে তাদের দাবি ছিল অ্যাম্বুলেন্স ডেকেও পাওয়া যায়নি। মৃত্যুর কারণ হিসাবে তাদের কিছু জানা না থাকলেও দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি র অভিযোগ তুলেছেন তারা। পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক উপস্থিত হলেও এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ জমা হয়নি, অন্যদিকে কর্তৃপক্ষও বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজখবর নেওয়ার চেষ্টা করছে। তবে ছাত্রী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে যথেষ্ট।