মাত্র কয়েক ঘণ্টায় হারানো ব্যাগ উদ্ধার, নাগরিক নিরাপত্তায় ফের ভরসা জাগাল মালদা থানার পুলিশ।

মালদা:মাত্র কয়েক ঘণ্টায় হারানো ব্যাগ উদ্ধার, নাগরিক নিরাপত্তায় ফের ভরসা জাগাল মালদা থানার পুলিশ।এক গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রীসহ ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারও নাগরিক নিরাপত্তায় ভরসা জাগাল মালদা থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত ১১টার মধ্যেই সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।সূত্র অনুযায়ী, বাচামারি এলাকার গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড়ে বাপের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথ চলার সময় তাঁর হাতে ও কাঁধে থাকা ব্যাগটি অজান্তেই কোথাও পড়ে যায়। ব্যাগটিতে ছিল সোনার অলংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও আলমারির চাবি—যার মোট মূল্য প্রায় এক লক্ষ টাকা।ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই পুলিশ দ্রুত নেমে পড়ে তল্লাশি অভিযানে। তাঁদের সক্রিয়তায় অল্প সময়ের মধ্যেই সাহাপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার হয়।রাতেই ব্যাগ হাতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পায়েল দাস। তিনি মালদা থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান—এ ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভরসা বাড়িয়ে তোলে।মালদা থানার এই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।