ভূ বিজ্ঞানীর ব্যাডমিন্টনের খেতাব অর্জন
মলয় দে নদীয়া:-
কথায় আছে চেস্টা এবং পরিশ্রমে সাফল্য অবশ্যম্ভাবী। পেশায় ভূ বিজ্ঞানী তিনি চাকদহ পাল পাড়ার বাসিন্দা। একদিকে বিজ্ঞানী আর একদিকে খেলা কে ভালোবেসে সেই খেলতেও সফল। এমন প্রতিভার বিচ্ছুরণ খুবই কম প্রকাশ পায়। ছয়মাস বাড়ীতে থাকলেও তার স্ত্রীর প্রেরণায় তিনিই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ পদক লাভ করেছেন। তাই তার সাফল্যে সন্মান জানাতে তাকে সংবর্ধনা দেওয়া হলো শুধু ভূ বিজ্ঞানী নয় খেলয়ার হিসাবেও সফল তার জন্য।