বগুলা শ্রীকৃষ্ণ কলেজের উদ্যোগে এবং নদিয়া ডিসটিক স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দু সপ্তাহব্যাপী মেয়েদের সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্পের আজকে পরিসমাপ্তি ঘটলো। এই সেলফ ডিফেন্স ট্রেনিং ক্যাম্পে মেয়েদের উৎসাহ এবং উপস্থিতি ছিল অভূতপূর্ব। বগুলা শ্রীকৃষ্ণ কলেজের এই ধরনের মেয়েদের আত্মরক্ষা ও শরীর চর্চা সম্বন্ধীয় উদ্যোগ বাকি কলেজ গুলোর কাছে সত্যিই একটি দৃষ্টান্তমূলক কর্মসূচি।
নদীয়াজেলা স্পোর্টস ক্যারাটে এসোসিয়েশনের জইন্ট সেক্রেটারি সুপ্রিয় দত্ত জানিয়েছেন বগুলা কলেজের মত বাকি কলেজ গুলো যদি এরকম আত্মরক্ষা সম্বন্ধীয় ট্রেনিং ক্যাম্প অর্গানাইজ করতে চায় তাহলে আমাদের সব রকমের সহযোগিতা থাকবে।