পুলিশের স্টিকার লাগানো গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু পথের সারমেয়র, আহত এক পথচারীও, এলাকাবাসীর বিক্ষোভের পর আজ গ্রেফতার চালক, গাড়ির মালিকের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ
মলয় দে নদিয়া:-
গতকাল সন্ধ্যায় বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাস্তা দিয়ে পুলিশের স্টিকার লাগানো একটি চারচাকা গাড়ি তীব্রগতিতে প্রথমে একটি পথের সারমেয়কে চাপা দেয় পরবর্তীতে একজন সাইকেল আরোহী এবং পথের পাশে থাকা এক স্থানীয় বাসিন্দা কে ধাক্কা মারে। পরিস্থিতি বেগতিক দেখে ক্ষণিকের মধ্যেই চালক পালিয়ে যায়। এরপর স্থানীয়রা ওই গাড়িটি আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করে গাড়ির মধ্যে তারা বেশ কয়েকটি মদের বোতল দেখতে পায় চালক মদ্যপ অবস্থায় ছিল বলেই দাবি এলাকাবাসীর। পরবর্তীতে গাড়ির মধ্যে থাকা উত্তম রাজবংশী নামে এক ব্যক্তির সাথে এলাকাবাসীর বচসা শুরু হয়, এলাকার সকলেই মনে করেন শান্তিপুর থানার অধীনস্থ ফুলিয়া পুলিশ ফাঁড়ি র গাড়ি এবং উত্তম রাজবংশী পুলিশের নাম ভাঙিয়ে নানান সময় নানান অত্যাচার করে সাধারণ মানুষের ওপর। তাই তার উপর চড়াও হয় ক্ষিপ্ত জনতা। যদিও স্থানীয় দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তি কে এলাকার বেশ কিছু সহৃদয় ব্যক্তি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান চিকিৎসার জন্য অন্যদিকে আইন হাতে তুলে না নেওয়া এবং উত্তেজিত জনতার হাত থেকে অন্যান্য যে কোন ক্ষেত্রে মতন এক্ষেত্রেও স্বল্প সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধার করতে সেক্ষেত্রে পুলিশের সাথেও বাক বিতন্ডা শুরু হয়। উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন ফুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ। পরবর্তীতে শান্তিপুর থানার ওসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাব-ইন্সপেক্টররা পৌঁছে সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হন, থানার কাজে বিভিন্ন গাড়ী ভাড়া নেওয়ার মতন ফুলিয়ার সৌরভ ঘোষের গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল তবে মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় দেড় মাস আগেই তবুও বেআইনিভাবে তিনি পুলিশের স্টিকার লাগিয়েছেন এ বিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং পলাতক চালককে গ্রেফতার করা হবে বলেই জানানো হয়েছিলো। একই সাথে গাড়ির মধ্যে থাকা উত্তম রাজবংশীকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ প্রশাসন চিকিৎসার ব্যবস্থা করে সে বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয় এক সচেতন নাগরিকের অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই চালক নির্মল ঘোষ কে গ্রেফতার করে পুলিশ যাকে আজ আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে গাড়ির মালিক সৌরভ ঘোষের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে চলেছে শান্তিপুর থানার পুলিশ। তবে স্থানীয় দুর্ঘটনা গ্রস্থ ব্যক্তি জগন্নাথ ভট্টাচার্য কে গতকাল রাতেই প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয়েছে তিনি বাড়িতেই রেস্টে রয়েছেন, তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে পথের ওই সারমেয়টি গতকালকে রাতেই মারা গেছে।





