দুদিন ধরে লক্ষ্মী পুজো! বিভিন্ন ধরনের পুজো উপকরণের বাজারদর
মলয় দে নদীয়া:-
হিন্দুধর্মে, লক্ষ্মীকে সমৃদ্ধির দেবী হিসাবে মেনে চলা হয় এবং বিশ্বাস করা হয় যে ‘আশ্বিন পূর্ণিমার’ রাতে, লক্ষ্মী দেবী পৃথিবীতে অবতরণ করেন সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সাথে প্রচুর পরিমাণে আশীর্বাদ করতে। আর সেই কারণেই রাত জেগে প্রতীক্ষায় থাকেন গৃহিণীরা। কে জেগে আছো থেকেই কোজাগরি লক্ষ্মীপূজো কিংবা শরৎকাল অনুযায়ী শারদ পূর্ণিমা নামেও উল্লেখ করা হয়। পশ্চিমবঙ্গ বাদেও মধ্য ভারতের একটি উল্লেখযোগ্য উৎসব ।
কেউ পুজো করেন কলা বউ অর্থাৎ কলাগাছকে লক্ষ্মী ঠাকুর বানিয়ে, কেউবা করেন ধানের শিষের পুজো, কেউ বাড়ির লক্ষ্মীর মুর্তি বা লক্ষ্মীর ফটোকেই পুজো করেন, আবার কেউ মূর্তি এনে পুজো করে কিংবা সরায় লক্ষ্মীর পটচিত্র অংকন করে পুজো করে। বিভিন্ন পরিবারে বিভিন্ন রকম রীতি নীতি আছে লক্ষ্মীপুজোর। বিভিন্ন রকম ভাবে মা লক্ষ্মীর রূপকে তুলে আরাধনা করা হয়।