মালদা:দুইদিনব্যাপী আন্তঃজেলা হকি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার আয়োজন করা হলো মালদায়। হকি বেঙ্গল এবং মালদা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে নর্থ জোনের জেলাগুলিকে নিয়ে মহিলা ও পুরুষদের হকি প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৭ এবং ১৮ ডিসেম্বর প্রতিযোগিতা হবে বৃন্দাবনী ময়দানে।মালদা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিংপং এর হকি দলগুলি প্রতিযোগিতায় অংশ নেয়। বহু বছর পর আন্তজেলা হকি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদায়।বুধবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ জেলা ক্রীড়া সংস্থার সক্রিয় সদস্য ও ক্রীড়া প্রেমীরা।
মালদা জেলায় খেলার মানকে উন্নত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে। ফুটবল ক্রিকেট ও অন্যান্য খেলার পাশাপাশি মালদা জেলায় বহুদিন পর আন্তজেলা নর্থ জোনের মহিলা ও পুরুষ দলের হকি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে গর্ব অনুভব করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও অন্যান্য কর্মকর্তারা।

