নিউস ডেস্ক, কলকাতা :- শুক্রবার সকালে জাদু সম্রাট পি সি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই তল্লাশি চললো। চিটফান্ড-কাণ্ডে তাঁর মুকুন্দপুরের বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। কী কারণে এই তল্লাশি অভিযান, তা অবশ্য সিবিআইয়ের তরফে জানানো হয়নি। মুখে কুলুপ পরিবারের সদস্যদেরও। সূত্রের খবর কেন্দ্রীয় গোয়েন্দা চিটফান্ড-কাণ্ডের তদন্তে ৪টি জায়গায় তল্লাশি করে । তার মধ্যে জুনিয়র পিসি সরকারের বাড়িও রয়েছে।
জানা যাচ্ছে, একটি রেস্তরাঁ নিয়ে টাওয়ার গোষ্ঠীর সঙ্গে তাঁর ব্যবসায়িক চুক্তি হয়েছিল। সেই সময় তিনি টাওয়ার গোষ্ঠী থেকে টাকাও নিয়েছিলেন। সেই চুক্তির বাইরে অন্য কোনও ভাবে টাকা লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ বিষয়ে তাঁর পরিবারের সদস্যরা কিছু বলতে অস্বীকার করেছেন সংবাদমাধ্যমকে।