চাকদহ ব্যবসায়ী সমিতির বিজয়ার সম্মেলনী

চাকদহ ব্যবসায়ী সমিতির বিজয়ার সম্মেলনী

মলয় দে নদীয়া:-
চাকদহ ব‍্যবসায়ী সমিতির অনুমোদিত নদিয়ার চাকদহ থানা ধান‍্য ও চাউল ব‍্যবসায়ী কল‍্যাণ সমিতি দীঘড়ার পরিচালনায় বিজয়া মিলন উৎসব 2024 অনুষ্ঠিত হল দীঘড়া বাজারে একটি অনুষ্ঠান ভবনে। উপস্থিত ছিলেন, চাকদহের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল, স্থানিয় পঞ্চায়েত প্রধান গোবিন্দ ঘোষ, নদিয়া জেলা চেম্বার ও কর্মাসের যুগ্ম সভাপতি গোকুল বিহারী সাহা, তারক দাস, চাকদহ ব‍্যাবসায়ী সমিতির সভাপতি মলয় দাস রায়, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দে হালদার, প্রতাপ কান্তি রায়, সহ ধান ও চাউল ব‍্যবসায়ী সমিতির বহু সদস‍্যরা।