ঘোষ,মালদা: মৃত তিন পরিযায়ী শ্রমিকের দেহ ফিরলো গ্রামে।

সুমিত ঘোষ,মালদা: মৃত তিন পরিযায়ী শ্রমিকের দেহ ফিরলো গ্রামে। শোকাহত গোটা গ্রাম। কান্নার রোল গোটা গ্রাম জুড়ে। আজ কফিন বন্দি মৃত পরিযায়ী শ্রমিক আজমির মোমিন, সিন্টু মোমিন এবং মোবারক নাদাবের দেহ ফিরে গ্রামে। দেহ গ্রামে ফিরতেই অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রাম এবং ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নগরী এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য বৃহস্পতিবার মধ্যপ্রদেশে বিদ্যুতের টাওয়ার ভেঙে মৃত্যু হয়েছিল এই তিন শ্রমিকের। সেখানে দেহ ময়না তদন্ত করার পর আজ গ্রামে ফিরে দেহ। পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এবং জেলা পরিষদের সদস্য জুয়েল রহমান সিদ্দিকী। তার সঙ্গে এদিন মৃত তিন শ্রমিকের পরিবার বর্গের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
বাইট-
১) জুয়েল রহমান সিদ্দিকী জেলা পরিষদের সদস্য।