ঘূর্ণিঝড় দানার প্রভাব নদীয়ায়, মাথায় হাত চাষীদের
মলয় দে নদীয়া:-
ঘূর্ণিঝড় দানার প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ এবং বইছে ঝড়ো হাওয়া। গতকাল বিকাল থেকেই দানার প্রভাব পড়তে শুরু করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গতকাল বিকাল থেকেই মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে গোটা নদিয়া জেলা জুড়ে। আকাশে কালো মেঘ দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়ছে নদীয়া জেলার কৃষকদের। মাঠ ভরা ধান ক্ষেত ভরা সবজি ও বিভিন্ন ধরনের ফসল দানার প্রভাব পড়তেই বড়সড় ক্ষতির আশঙ্কায় এখন কৃষকরা।