ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম হওয়ার কারণে গতকাল রাত থেকে যানবাহন পারাপার এবং আজ সকাল থেকে যাত্রী পারাপার দীর্ঘক্ষণ বন্ধ ছিল নদীয়ার শান্তিপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ফেরিঘাটেই

ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম হওয়ার কারণে গতকাল রাত থেকে যানবাহন পারাপার এবং আজ সকাল থেকে যাত্রী পারাপার দীর্ঘক্ষণ বন্ধ ছিল নদীয়ার শান্তিপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ফেরিঘাটেই

মলয় দে নদীয়া:-
স্বল্প সময়ে কলকাতা হাওড়া হুগলির সাথে মালদা মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সমন্বয়কারী জলপথ নদীয়ার শান্তিপুর অন্যদিকে কিছুটা দূরেই নৃসিংহপুর ফেরিঘাট পূর্ব বর্ধমানের কালনার সাথে সমন্বয়ের রক্ষা হয় বিভিন্ন জেলার । অত্যন্ত এই দুই গুরুত্বপূর্ণ ঘাট চলতি শীতের মরশুমে প্রথম আজ সকালে কুয়াশার কারণে ছিল বন্ধ। দুটি ঘাটেই যানবাহন পারাপার করার জন্য ভেসেল চলাচল করে সারা রাত তবে গতকাল রাত একটা থেকে তা বন্ধ হয়েছে ওপারের আলো না দেখতে পাওয়ার কারণে। অন্যদিকে যাত্রী পারাপার সকাল ছটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও, তা শুরু হয় ন’টায়। আর এই তিন ঘন্টা সময়ের মধ্যে অন্তত ছটি করে বারো জোড়া লঞ্চ বাতিল হয়েছে দুটি ঘাটে। এর ফলে একদিকে যেমন যানবাহনের সুদীর্ঘ লম্বা লাইন লক্ষ্য করা যায় ঠিক তেমনি মাছ আনাজ ধান সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের ছোটখাটো ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষজন পড়েন যথেষ্ট সমস্যায়। তবে ঘাট মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে আনাজ দুধ এই ধরনের ব্যবসায়ীরা সকালের বাজার ধরতে ট্রেন কিংবা সড়ক পথে রওনা দিয়েছিলেন ভোর রাত থেকে। তবে বেশিরভাগ মানুষ জন কেউ রাত থেকে কেউবা ভোর থেকে প্রতীক্ষায় ছিলেন ঘাট খোলার তবে দেরিতে হলেও সকাল ন’টা নাগাদ ধীরে ধীরে ফেরি পারাপার স্বাভাবিক হওয়াতে কিছুটা স্বস্তি মেলে তাদের।