গতকাল নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা বেরোনোর পর নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, করিমপুর বিধানসভায় ৬৫৫৭, তেহট্ট বিধানসভায় ৮৩৫৮, পলাশিপাড়া বিধানসভায় ৯২৭২, কালীগঞ্জ বিধানসভায় ১০২৫০, নাকাশিপাড়া বিধানসভায় ১৩৩৪৭, চাপড়া বিধানসভায় ১৩০২০, কৃষ্ণনগর উত্তর বিধানসভায় ১৩৩২১, নবদ্বীপ বিধানসভায় ১৬০০০, কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় ১০৯৪৫, শান্তিপুর বিধানসভায় ১২৭৯২, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় ১৫৭৯৮, কৃষ্ণগঞ্জ বিধানসভায় ১৩১৯২, রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় ১৫৯১৮, রানাঘাট দক্ষিণ বিধানসভায় ১৫৯০৫, চাকদহ বিধানসভায় ১৩২০৭, কল্যাণী বিধানসভায় ১৭৮৬৬, হরিণঘাটা বিধানসভায় ১০৮২০ জনের নাম বাদ পড়েছে। তবে এবার স্বামী স্ত্রী একসাথে ঠিকভাবে এস আই আর ফরম ফিলাপ করে জমা দিলেও স্ত্রীর নাম থাকলেও স্বামীকে স্থানান্তরিত দেখানো হয়েছে আর তাতেই এখন জল্পোনায় পরিবার। ঘটনা নদীয়ার শান্তিপুর থানা এলাকার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য কলোনি এলাকার ৮১ নম্বর পাটের ঘটনা। এলাকার বাসিন্দা গৌতম পাল এবং তার স্ত্রী একসাথেই এসআইআর ফর্ম ফিলাপ করে জমা দিয়েছিলেন বি এল ওর কাছে। তবে গতকাল তারা জানতে পারেন স্ত্রীর নাম থাকলেও বর্তমানে খসড়া তালিকায় স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছে তার স্বামীর নাম আর তাতেই এখন দুশ্চিন্তায় পরিবার। পরিবারের দাবি একদম দিনানা দিন খাওয়া পরিবার স্বামী পেশায় ভ্যান চালক কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো তা তাদের জানা নেই তবে বিএলও সমস্তটাই জানে কিভাবে এই কাজ হল তাতে করে এখন রীতিমতো চিন্তার ভাঁজ পরিবারের কপালে। যদিও ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শাসকবিরোধী তরজা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে blo সঠিকভাবে কাজ করেনি তিনি তৃণমূলের প্রাক্তন প্রধান তাই এখানে তিনি ইচ্ছাকৃতভাবে গড়িমসি করেছেন। অপরদিকে শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় চিন্তার কোন কারণ নেই আগামীতে সকলের নামে ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। যদিও স্থানীয় বিলো শোভা সরকার দাবি করেছেন দু একটা ঘটনা ঘটতে পারে সে ক্ষেত্রে যারা ফর্ম ফিলাপ করেছেন তাদের তথ্য প্রদানে কোন ভুল কিংবা টেকনিক্যালি কোন সমস্যা হতে পারে তাতে করে চিন্তার কোন কারণ নেই তারা যেভাবে ফর্ম ফিলাপ করে জমা দিয়েছিলেন সেভাবেই জমা দেয়া হয়েছে যদি নাম বাদ গিয়ে থাকে তাহলে আগামীতে বি এল এর মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।
বাইট
মলিনা পাল, খসরা ভোটার তালিকায় নাম না থাকা গৌতম পালের স্ত্রী, হলুদ ছাপা শাড়ি।
সদানন্দ হালদার, হরিপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা, বিজেপি, গোল গলা কালো গেঞ্জি।
বীরেন মাহাতো, হরিপুর গ্রামপঞ্চায়েত প্রধান। সাদা জামা পেছনে সাদা খয়রি ব্যাকগ্রাউন্ড।
শোভা সরকার, ৮১ নম্বর পাটের বি এল ও, গায়ে লাল চাদর।
