কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর আগে রাস্তা সংস্কারে উদ্যোগ কাউন্সিলরের
কৃষ্ণনগর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাটের এই বেহাল দশা নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর তারা পৌরসভা কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানান। তাঁর দাবির ভিত্তিতে পৌরসভার পক্ষ থেকে কিছু রাস্তায় সংস্কার কাজ শুরু হলেও, নানা প্রশাসনিক কারণে সেই কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানান বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নরেশচন্দ্র দাস।
তিনি বলেন, “বর্তমানে কিছু কাজ বন্ধ রাখতে হয়েছে। তবে শীঘ্রই সমস্ত ওয়ার্ডে একসঙ্গে সংস্কার কাজ শুরু হবে।” তবে সামনেই জগদ্ধাত্রী পুজো, আর এই সময়ে ষষ্ঠী তলা কাঠালপোতা মোড় থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তাটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। রাস্তাটির ভগ্নদশার কারণে গাড়ি চলাচল তো দূর, হেঁটে যাওয়াও দুষ্কর হয়ে পড়েছিল।
এমন পরিস্থিতিতে পৌরসভার কাজ বন্ধ থাকলেও হাত গুটিয়ে বসে থাকেননি কাউন্সিলর তারা ও তাঁর স্বামী। নিজেদের উদ্যোগে এবং এলাকাবাসীর আর্থিক সহায়তায় তাঁরা স্বেচ্ছাশ্রমে রাস্তার খানাখন্দে ইটের টুকরো ফেলে রাস্তাটি চলাচলযোগ্য করেন। ফলে আপাতত দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, ‘‘নিজেদের অর্থে রাস্তা মেরামত করে আমাদের সমস্যার কিছুটা সমাধান করেছেন কাউন্সিলর—এর জন্য আমরা কৃতজ্ঞ।’’ জগদ্ধাত্রী পুজোর আগেই এই পদক্ষেপে খুশি পুরো এলাকাবাসী।





