আগামী সোমবার ২৭ তারিখ সন্ধ্যায় বিভিন্ন নদী পুকুরের ঘাট গুলিতে ছট পুজোর ভিড় হবে।ছট পুজোতে আস্ত কাদি সমেত চাপা কলা লাগে । মাজদিয়ার বাজারে প্রচুর পরিমাণে চাপা কলার আস্ত কাঁদি আমদানি হয়েছে। গত বছরও ৩ থেকে ৪০০ টাকায় এক কাদি কলা বিক্রি হতো। এবার চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় এক কাঁদি চাপা কলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়।
দুই দিন ধরে মাজদিয়া সবজি আড়তে বিক্রি হছে ,এবার চাহিদার তুলোনয বাজারে আমদানি এবার বেশি ফলে ছট পুজোতে ক্রেতাদের মুখে হাসি, ব্যবসায়ীরা দাম পাচ্ছেন না।





