অসহায় বৃদ্ধাদের মিষ্টি মুখ করিয়ে শুভ বিজয়ার আশীর্বাদ নিলেন নবদ্বীপের বিধায়ক।

অসহায় বৃদ্ধাদের মিষ্টি মুখ করিয়ে শুভ বিজয়ার আশীর্বাদ নিলেন নবদ্বীপের বিধায়ক।

শারদীয়ার দুর্গোৎসব এর শেষে শুভ বিজয়া দশমী উপলক্ষ্যে শুক্রবার সকালে নদীয়ার নবদ্বীপের পোড়াঘাট ভজন আশ্রমে শহরের আটশোর বেশী সহায় সম্বলহীন বৃদ্ধাদের মিষ্টি খাইয়ে নতুন বস্ত্র ও নগদ একশো টাকা দিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও নবদ্বীপের পাঁচবারের বিধায়ক পুন্ডরী কাক্ষ সাহা। এদিন বিধায়কের এই বিজয়া সম্মেলনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের পৌরপতি ও রানাঘাট দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক বিমান কৃষ্ণ সাহা, নবদ্বীপ পৌরসভার উপ পৌরপতি শচিন্দ্র বসাক, নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস ঘোষ, নবদ্বীপ পুলিশ থানার আরক্ষা আধিকারিক কৃষ্ণেন্দু গোস্বামী ও নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের জনপ্রতিনিধিগন সহ বহু বিশিষ্ট মানুষজন। জানাজায়, প্রতি বছর দুর্গোৎসবের শেষে শুভ বিজয়া দশমীর দিনে বিধায়ক তার উদ্যোগ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। মূলত সমাজের যেসমস্ত বৃদ্ধা মায়েরা সারা বছর ধরে নবদ্বীপ পোড়া ঘাট ভজন আশ্রমে ঠাকুরের নাম সংকির্তন করে থাকেন এবং সেখান থেকেই তাঁদের সামান্য অর্থ ও কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয় তারই উপর চলে তাদের নিত্যদিনের জীবিকা। তাই নবদ্বীপের বিধায়ক তাদের পাশে থেকে সামান্য এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের কাছ থেকে শুভ বিজয়ার আশীর্বাদ গ্রহণ করেন।