অবৈধভাবে ভারতের প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ফের দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করল নদীয়ার ধানতলা থানার পুলিশ
মলয় দে নদীয়া:-
অবৈধভাবে ভারতের প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই ফের দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করল নদীয়ার ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধানতলা থানার বহিরগাছি বাজার এলাকায় ধৃত তুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তারপর তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে, বেশ কিছু মাস আগে। এরপর আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। ধৃতদের আজ পুলিশ রিমান্ড চেয়ে রানাঘাট আদালতে পেশ করবে ধানতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত দুই বাংলাদেশির নাম হাসিফ শেখ, বয়স ৩২ বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নল পাতুয়া এলাকায়,অপরজনের নাম আমিনুর শেখ বয়স ২৫ বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নল পতুয়াতে।