শান্তিপুরে আরও একটি মা ক্যান্টিন, রোগী-পরিবারের পাশে শান্তিপুর পৌরসভার মানবিক উদ্যোগ আর্থিক সহযোগিতায় SUDHA
মলয় দে নদীয়া :-
শান্তিপুর পৌরসভার উদ্যোগে শহরে আরও একটি মা ক্যান্টিন উদ্বোধনের অপেক্ষায়। পৌরসভা সূত্রে জানা গেছে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের রোগী ও তাদের পরিবার-পরিজনদের কথা ভেবেই এই নতুন ক্যান্টিন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । হাসপাতালে জায়গা দিয়ে সহযোগিতা করেছে সুপার ডক্টর তারক বর্মন সহ কর্তৃপক্ষ।
প্রতিদিন বিপুল সংখ্যক রোগী ও আত্মীয়-স্বজন চিকিৎসার জন্য হাসপাতালে ভিড় করেন। দীর্ঘক্ষণ অপেক্ষা, খাবারের বাড়তি খরচ ও সহজলভ্যতার অভাব এ সব সমস্যার সমাধানেই এই মানবিক সিদ্ধান্ত বলে জানান পৌর কর্তৃপক্ষ। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই মূলত প্রত্যেক হাসপাতালের সংলগ্ন একটি করে মা ক্যান্টিন গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ বলে তিনি জানান আজ SUDHA র পক্ষ থেকে এক পরিদর্শক এসে হাসপাতাল সুপার এবং শান্তি পৌরসভার চেয়ারম্যান কে নিয়ে হাসপাতাল কোয়ার্টার সংলগ্ন রাস্তার পাশে একটি জায়গা নির্ধারণ করেন। তবে এক্ষেত্রে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন রাখার কোন অসুবিধা হবে না বলেই তিনি জানিয়েছেন তবে আপাতত ফুড ডেলিভারি সার্ভিস সেন্টার হলেও আগামীতে স্থায়ী ভবন নির্মাণ এবং সেখানেই রান্নার ব্যবস্থা করা হবে বলেই জানিয়েছেন পুরো প্রধান তবে করোনার পরবর্তী সময় থেকে শান্তিপুর পৌরসভার তত্ত্বাবধানে পৌরসভা সংলগ্ন এলাকায় একটি মা ক্যান্টিন চালু রয়েছে অত্যন্ত যত্নের সাথে ।
হাসপাতাল চত্বরের মধ্যেই ক্যান্টিনটি থাকায় রোগীর পরিবারের সদস্যদের আর দূরে গিয়ে খাবারের সন্ধান করতে হবে না। পৌরসভার আশাবাদী, এই মা ক্যান্টিন চালু হলে বহু মানুষের উপকার হবে এবং সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ শান্তিপুরের স্বাস্থ্য-পরিকাঠামোকে আরও একধাপ এগিয়ে দেবে।



