কলকাতা নিউস ডেস্ক :- অবশেষে অপেক্ষার অবসান। আজ কলকাতা বিমানবন্দর এসে পৌছালো করোনা ভ্যাকসিন কোভিশিল্ড পুনের সিরাম ইনস্টিটিউট থেকে । সেখান থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বাগবাজার সেন্টারে প্রায় ৭ লক্ষ কোভিশিল্ড। আপাততত ভ্যাকসিন রাখা থাকবে বাগবাজারের কেন্দ্রীয় মেডিক্যাল স্টোরে। সেখানে সম্পন্ন হবে কিছু পদ্ধতিগত কর্মপ্রক্রিয়া। এরপর এক ঘণ্টার মধ্যে সেগুলি রওনা দেবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। সেজন্য শহরের এই কেন্দ্রে জোরকদমে চলছে চূড়ান্ত প্রস্তুতি।