শরীকি সম্পতি বিবাদে মাথা ফাটলো মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ৪ নাম্বার বিনসিরা গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর গ্রামে।

দক্ষিণ দিনাজপুর: শরীকি সম্পতি বিবাদে মাথা ফাটলো মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ৪ নাম্বার বিনসিরা গ্রাম পঞ্চায়েতের জগদীশপুর গ্রামে। এই ঘটনায় শুক্রবার রাত্রিতে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হিলি থানায়। রক্তাক্ত অবস্থায় যখম সুমতি বিশ্ব কর্মকার বলেন যে আমার জায়গার উপরে আমার প্রতিবেশী তথা শরীক জোর করে আমার জমিতে দখল করতে আসে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে সরাসরি এলোপাথাড়ি ভাবে মারতে থাকে বিবাদীরা।তাদের মারের আঘাতে মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এমনকি গলা টিপে মাটিতে ফেলে রেখে লাথি মারে বিবাদীরা। রক্তাক্ত অবস্থায় যখম সুমতি বিশ্ব কর্মকার হিলি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান।তাহার মাথায় আঘাত গুরুতর হওয়ার কারণে ডাক্তার বাবু সিটি স্ক্যান করার পাশাপাশি জেলা হাসপাতালে ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন দ্বিতীয় পক্ষ অভিযোগকারী পূজারী বিশ্ব কর্মকার। প্রতিক্রিয়া জানার জন্য ক্যামেরার সামনে কিছুতেই তাহার প্রতিক্রিয়া দেননি পূজারী বিশ্ব কর্মকার। তিনি হম্বিতম্বি হয়ে বলেন সাংবাদিকের ক্যামেরার সামনে কোন রকম আমার মন্তব্য
করবো না। হিলি থানার আই সি পার্থ সিংহ জানান যে পৃথক পৃথকভাবে দুটি অভিযোগ দায়ের হয়েছে। দুটি ঘটনারই তদন্ত চলছে।