নিউস ডেস্ক, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রেশন ডিলারদের লাইসেন্স নবীকরণের সময় ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করা হচ্ছে। এ ছাড়াও নতুন করে রেশন ডিলারশিপ পাওয়ার জন্য যাঁরা আবেদন করছেন, তাঁদের কার্যনির্বাহী মুলধন ৫ লক্ষ টাকা থেকে কমিয়ে ২ লক্ষ টাকা করে হবে। রেশন ডিলাররা যদি কর্মরত অবস্থায় প্রয়াত হন, তা হলে রাজ্য সরকারের পক্ষ থেকে ২ লক্ষ টাকা সাহায্যও দেওয়া হবে।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘অন্নে অনন্যা বাংলা’ নামে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডরেশনেরাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী রেশন ডিলারদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারাও করোনা যোদ্ধা। প্রথম সারিতে থেকে আপনারা লড়াই করেছেন। কৃষক থেকে শুরু করে পরিবেশক বা ডিলার, সকলেই করোনা যোদ্ধাদের তালিকাতেই পড়েন।’’ রেশন ব্যবস্থায় গোলমাল নিয়েও মুখ্যমন্ত্রী ডিলারদের সতর্ক হতে বলেন। তিনি জানান, ডিজিটাল রেশন কার্ড করা হয়েছে, কুপনে রেশন দেওয়া হচ্ছে। কম্পেনসেসন গ্রাউন্ডে আবেদনের সময়সীমা বাড়িয়ে ৬০ দিন থেকে ১২০ দিন করা হয়েছে। প্রয়াত রেশন ডিলারের স্ত্রী, সন্তানরা আবেদন করে এই সুযোগ এখন নিতে পারছেন। সব মিলিয়ে আগের থেকে ডিলারদের অবস্থা অনেকটাই উন্নত হয়েছে। সেই কারণে যে ভাবে তাঁরা করোনার সময় সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন, আগামী দিনেও যেন দিয়ে যান।