রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ‘টেট’ পরীক্ষার নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশ

কলকাতা নিউস ডেস্ক :- বৃহস্পতিবার রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে ‘টেট’ পরীক্ষার নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর প্রাথমিকে নিয়োগের জন্য টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি।

৩১ জানুয়ারি বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত চলবে টেট।পরীক্ষায় বসবেন আড়াই লক্ষ পরীক্ষার্থী। ২০১৭ সালের পর্ষদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর যাঁরা অনলাইনে আবেদন করেছেন তাঁরাই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। অনলাইনে ডাউনলোড করে নিতে হবে অ্যাডমিট কার্ড। সে বিষয়ে পরে পর্ষদের পক্ষ থেকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেট পরীক্ষার দিন ঘোষণা করেন। ইতিমধ্যে আগের ১৬,৫০০ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার। ১০ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চাকরি প্রার্থীদের ইন্টারভিউ হবে।